Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫,

মহম্মদপুরে ভূমিসেবা বিষয় সেমিনার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:৩৩ পিএম


মহম্মদপুরে ভূমিসেবা বিষয় সেমিনার

মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।

তরুণ প্রজন্মকে ভূমিসেবার ধারণা প্রদানের জন্য তারণ্যের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে `এসো দেশ বদলাই পৃথিবী বদলাই‍‍` এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মাহবুবুল হক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাগুরা।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তারের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রবের সঞ্চালনায় ভূমিসেবা বিষয় সেমিনারে বক্তব্য দেন এবং বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমূর আলী মৃধা, মহম্মদপুর থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান, উপজেলা জামায়েত ইসমামী আমির নূর আহম্মাদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!