Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

৬ শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:২৩ পিএম


৬ শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা

তাঁরা শিক্ষক, আজীবনই শিক্ষক থাকবেন। কিন্তু কাল থেকে নিয়ম মেনে আর বিদ্যালয়ে যেতে হবে না, শিক্ষার্থীদের পাঠদানও করতে হবে না।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ক্লাস্টারভুক্ত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষক আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

বিদায় গ্রহণ মুহূর্তে শিক্ষকরা আবেগপ্রবণ হয়ে যান, অশ্রুসিক্ত হয়ে পড়েন।

শিক্ষকতা থেকে বিদায় গ্রহণকারী ৬ শিক্ষক হলেন, পূর্ব প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, খামার দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সরকার, নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিমা রাণী চক্রবর্ত্তী, পশ্চিম মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, কিশামত হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক ও প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র বর্মণ।

বৃহস্পতিবার দুপুরে এ ৬ শিক্ষকের বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা সভার আয়োজন করে প্রাথমিক শিক্ষা পরিবার, কামারপাড়া ক্লাস্টার।

কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহিদুল ইসলাম।

সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার।

অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আরশাদ ও সোনালি সরকার, সাদুল্লাপুর উপজেলা শিক্ষা অফিসার শম্ভু চরণ দাস, সদর উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান এবং শিক্ষক ফাতেমা খাতুন, বিদায়ী শিক্ষক আবু বকর সরকার ও এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আনিছুর রহমান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা।

ইএইচ 

Link copied!