Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

কোম্পানীগঞ্জে ইসলামি ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৬:১২ পিএম


কোম্পানীগঞ্জে ইসলামি ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের-২০২৫ সেশনে থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জিরো পয়েন্টে সংগঠনের উপজেলা সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় থানা সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুদ্দাসসির হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী-৫ আসনে হাতপাখা প্রতীকে সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু নাছের, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখা সভাপতি মোহাম্মদ ওলি উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক হারুন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ কোম্পানিগঞ্জ উপজেলা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী  মুফতি হাফিজুল্লাহ, ইসলামি আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক সভাপতি এইচ.এম শহিদুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি কারী মোশারফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, ইসলামি যুব আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মুহাম্মদ তারেক মাহমুদ।

অনুষ্ঠান শেষে ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ ইমরান হোসেন, সহ-সভাপতি হিসেবে আবু রায়হান ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ নূর নবীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মুদ্দাসসির হোসাইন।

ইএইচ

Link copied!