Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

তালায় বাল্যবিবাহের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৬:৪৩ পিএম


তালায় বাল্যবিবাহের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পল্লীতে ১৬ বছরের কিশোরের সাথে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।

এর আগে সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে কিশোর-কিশোরীর বাল্যবিবাহ দেয়া হয়।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নামজুন নাহার বলেন, বৃহস্পতিবার সকালে খলিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রের সাথে খলিষখালী শৈববালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর বিয়ের খবর পান তারা। এ সময় ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। বাল্যবিবাহের সহযোগিতার দায়ে তাদের অভিভাবকদের ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জরিমানা করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল।

ইএইচ

Link copied!