রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জানুয়ারি ২৪, ২০২৫, ০২:২৯ পিএম
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জানুয়ারি ২৪, ২০২৫, ০২:২৯ পিএম
শীতের হিমেল হাওয়া ও মাঘের হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপর্যস্ত রাজারহাট উপজেলার জনজীবন।বৃষ্টির মতো কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার(২৪ জানুয়ারি)কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার।
সূর্য্য বিহীন কুয়াশার চাদরে মোড়ানো সকালে কনকনে ঠান্ডায় জীবিকার তাগিদে ছুটে চলা উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের তিস্তা পাড়ের শ্রমজীবী নজরুল ইসলাম বলেন, সকালে জমিতে কাজে আসতে হয়,কাজ করতে গিয়ে হাত-পা বরফের মতো ঠান্ডায়, আলু পরিচর্যায় নিয়োজিত শ্রমজীবী যতীন চন্দ্র রায়(৫৭), মমিন মিয়া(৪৫)বলেন কনকনে ঠান্ডায় পেটের দায়ে কাজে যোগদান করি,পা মাটিতে রাখতেই শরীর হিম হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডায় কাজে বেড়িয়েছি, আবার কাজে না গেলে খাইম কি বলে জানান শ্রমজীবী সুধারানী।
রাজারহাট টু তিস্তা সড়কে অটো চালক রাজু মিয়া, দুলাল হোসেন ও ভ্যান চালক বাবলু মিয়া বলেন, রুটিরুজির জন্য কনকনে ঠান্ডায় বেড়েছি, দুপুর গড়িয়ে বিকাল হয় ১শত টাকারও ভাড়া পাইনি।
বিআরইউ