ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫, ০৩:৫৫ পিএম
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫, ০৩:৫৫ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ভারই যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভারই যুব কল্যাণ পরিষদের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি এড. গোলাম মোস্তফা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইএইচ