বরিশাল ব্যুরো
জানুয়ারি ২৪, ২০২৫, ০৪:০৪ পিএম
বরিশাল ব্যুরো
জানুয়ারি ২৪, ২০২৫, ০৪:০৪ পিএম
শিক্ষা, জেন্ডার সমতা বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃত্রিম ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে কোস্টাল ডেভলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা একটি কম্পিউটার সিস্টেম তৈরি প্রযুক্তি, যা মানুষের বুদ্ধিমত্তার অনুকরণে জটিল সমস্যার সমাধান করে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মূলত তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন সেবা দিয়ে অনেক ভাবে সাহায্য করে থাকে। শিক্ষা মানবাধিকারের ভিত্তি, সামাজিক ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নের চালিকাশক্তি।
শিক্ষা একটি মৌলিক মানবাধিকার হিসেবে “ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস (১৯৪৮)” এর আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত। শিক্ষা ব্যক্তিগত বিকাশের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখে। বাংলাদেশের জলবায়ু তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে প্রাকৃতিক দুর্যোগে মোকাবিলায় সাহায্য করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করা এবং তা মোকাবিলার উপায় খুঁজে বের করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নগর পরিকল্পনা করা যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষি খাতে উৎপাদন বাড়াতে এবং পানির ব্যবহার কমাতে সাহায্য করতে পারে।
বক্তারা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা জেন্ডার-ভিত্তিক সমস্যা ও বৈষম্যের প্রবণতা তথ্য বিশ্লেষণ করে লুকায়িত বৈষম্য এবং জেন্ডার অসমতার চিহ্নিত করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানে বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশন প্রযুক্তির মাধ্যমে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অটোমেশন সঠিক ব্যবহার ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির জন্য শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর ক্ষেত্রে বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি এবং প্রযুক্তিগত অবকাঠামো নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্য পর্যাপ্ত প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। সরকারকে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ এমনভাবে করতে হবে যাতে মানবিক নৈতিকতা এবং দায়িত্ববোধ সংরক্ষণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলার বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক সুশান্ত ঘোষ, সাংবাদিক মাসুক কামাল, কোস্টাল ডেভলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) এর এরিয়া কো-অর্ডিনেটর এ জেড এম রাশেদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন শুভংকর চক্রবর্তী।
ইএইচ