Amar Sangbad
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫,

না ফেরার দেশে নিভৃতচারী লেখক হায়দার আলী বসুনিয়া

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৫, ০৫:২৬ পিএম


না ফেরার দেশে নিভৃতচারী লেখক হায়দার আলী বসুনিয়া

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাজারহাট উপজেলার কৃতি সন্তান নিভৃতচারী লেখক হায়দার আলী বসুনিয়া (৮৬)।

শুক্রবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুঠি গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজনসহ ভক্ত অনুরাগীর মাঝে নেমে আসে ছায়া।

মৃত্যুকালে পৃথিবীতে রেখে যান স্ত্রী,পাঁচ ছেলে ও এক কন্যা সন্তানসহ নাতি-নাতনী।

তাঁর লেখায় ফুটে উঠেছে সাধারণ মানুষের দৈনন্দিন ছুটে চলার গল্প, সমাজের গল্প, সামাজিকতার গল্প, আশা ও নিরাশার গল্প, ভালোবাসা ও হতাশার গল্প, মুক্তিযুদ্ধ ও মানবিকতার গল্প।

এ যাবৎ তিনি লিখেছেন ৫০টিরও বেশি উপন্যাস। যার অর্ধেকই প্রকাশ পেয়েছে।

ইএইচ

Link copied!