মো. আবদুল হালিম, কক্সবাজার
জানুয়ারি ২৪, ২০২৫, ০৬:৫৭ পিএম
মো. আবদুল হালিম, কক্সবাজার
জানুয়ারি ২৪, ২০২৫, ০৬:৫৭ পিএম
কক্সবাজারের মহেশখালীর ধলঘাট এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১১টি দেশি অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
শুক্রবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৬ জন হলেন- ধলঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরি ঘোনা এলাকার শফিউল আলমের ছেলে আজিজুল হক (২৫), একই এলাকার মো. শফির ছেলে নাজমুল হাসান (৩৫), আহাম্মান নুরের ছেলে সোলায়মান (২৪), কালারমারছড়ার জাপুয়া এলাকার মৃত মুক্তার আহমেদের ছেলে মো. কলিম উল্লাহ (৪১), ধলঘাট ইউনিয়নের দক্ষিণ মুহুরি ঘোনার মৃত বাচা মিয়ার ছেলে মো. আব্দুছ সালাম (৪০) ও একই এলাকার নূরুল আমিনের ছেলে আমির উদ্দিন (৩৭)।
তাদের কাছ থেকে ৫টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ১১টি দেশীয় অস্ত্র, ৮ রাউন্ড জি-৩ এ্যামুনেশন, ৩ রাউন্ড কার্টুজ ও নগদ এক লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মহেশখালীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের লে. ফাহাদের নেতৃত্বে কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান চালায়। এই অভিযানে ৫০ জনের অধিক সদস্য অংশগ্রহণ করেন। ৬ জনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।
ইএইচ