Amar Sangbad
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫,

বিএনপির সম্মেলনকে সফল করতে বাঞ্ছারামপুরে গণমিছিল

ফয়সাল আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

ফয়সাল আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

জানুয়ারি ২৪, ২০২৫, ০৭:০৬ পিএম


বিএনপির সম্মেলনকে সফল করতে বাঞ্ছারামপুরে গণমিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়ন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সম্মেলনকে সফল করতে বাঞ্ছারামপুরে গণমিছিল করেছে বাঞ্ছারামপুর ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগামী ১ ফেব্রুয়ারির সম্মেলনকে সফল করতে নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দেন বক্তারা।

গণমিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরি সেলিম চিশতী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ওয়সী উদ্দিন মেহেদী, সদস্য সচিব আবুল হোসেন ভুইয়া, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর হাসান, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল, পৌর কৃষকদলের সদস্য সচিব মো. রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব লিটন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন আক্তার রোমা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, বিএনপি নেতা শামীম আহমেদসহ ১৩টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে স্বাগত জানিয়ে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণ মিছিল করেছেন। সম্মেলনকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা।

বক্তারা এ সময় বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কাঙ্ক্ষিত কাউন্সিল হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি। সেই কাউন্সিলকে সফল করার লক্ষ্যে এবং কবির ভূঁইয়ার হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামী দিনে আমরা কবির ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কর্ণধার হিসেবে দেখতে চাই। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সব সময় ঐক্যবদ্ধ ছিল সব সময় ঐক্যবদ্ধ থাকবে। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনকে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

ইএইচ

Link copied!