রাজবাড়ী প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫, ০৮:১৮ পিএম
রাজবাড়ী প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫, ০৮:১৮ পিএম
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে জাতীয় বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বালিকা দল রাজবাড়ী পৌরসভা ও গোয়ালন্দ উপজেলা একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
এতে গোয়ালন্দ উপজেলা একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চাম্পিয়ান হয় রাজবাড়ী পৌরসভা একাদশ।
অপর খেলায় রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে পাংশা উপজেলা একাদশ ২-০ গোলে পরাজিত করে চাম্পিয়ান হয় রাজবাড়ী সদর উপজেলা একাদশ।
ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
টুর্নামেন্টে বালক দলের ৫টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয় রাজবাড়ী সদর উপজেলা একাদশের খেলোয়াড় চঞ্চল মোল্লা, সেরা খেলোয়াড় হয় আরিফ খাঁ এবং ম্যান অব দ্যা ফাইনাল হয় কাজী আসলাম।
অপরদিকে বালিকা দলের ৬টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয় রাজবাড়ী পৌরসভা একাদশের খেলোয়াড় সানজিদা আক্তার সাদিয়া, সেরা খেলোয়াড় হয় প্রিয়া খাতুন এবং ম্যান অব দ্যা ফাইনাল হয় সানজিদা আক্তার সাদিয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহম্মেদ, ছাত্র সমন্বয়ক মিরাজুল মাজিদ তূর্জসহ অনেকে।
ইএইচ