মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫, ০৯:০১ পিএম
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫, ০৯:০১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রাড়ীখালী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, রজব আলী।
রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদল নেতা রাজু মৃধার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বালিদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম শিকদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা উবায়দুল হাসান লিটন, সাদেকুর রহমান লাভলু, অ্যাডভোকেট জাকির হোসেন, মো. আলমগীর হোসেনসহ বিএনপি, ছাত্রদল ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মীরা।
পরে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়।
সব শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট স্থানীয় রাড়ীখালী বাজারে বিতরণ করেন অতিথিরা।
ইএইচ