Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

ফেনী জেলা জামায়াতের সাবেক আমির বদরুদ্দোজার ইন্তেকাল

ফেনী প্রতিনিধি :

ফেনী প্রতিনিধি :

জানুয়ারি ২৫, ২০২৫, ১২:০৮ পিএম


ফেনী জেলা জামায়াতের সাবেক আমির বদরুদ্দোজার ইন্তেকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার সাবেক আমির মাওলানা এজিএম বদরুদ্দোজা আর নেই। শনিবার (২৫ জানুয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে শহরের নাজির রোডের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, ক্যান্সার আক্রান্ত এজিএম বদরুদ্দোজাকে ২০২৩ সালে ঢাকার একটি হাসপাতালে অপারেশন করানো হয়। অপারেশনের পর ফেনী শহরের মিশন হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে প্রথমে কেমোথেরাপি ও পরে রেডিওথেরাপি দেয়া হয়।

এরপর অবস্থার অবনতি হলে তাকে বাসায় থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। শনিবার ভোরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৫ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে আবদুল্যাহ আল-ফাহিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন।

বদরুদ্দোজা দাগনভ‚ঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মুকবুল আহম্মদ আনসারীর ছেলে।
তিনি ফেনীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ, সোনাগাজী আল হেলাল একাডেমী, সিলোনীয়া মাদ্রাসা, ফুলগাজী একাডেমী, দাগনভূঞা একাডেমী, ফেনী হলি ক্রিসেন্ট স্কুলসহ অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন।

শনিবার দুপুর ২টায় আল জামেয়াতুল ফালাহিয়া মাঠে প্রথম জানাজা ও সন্ধ্যা সাড়ে ৬টায় সিলোনিয়া হাই স্কুল মাঠে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিআরইউ

Link copied!