হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৫, ০৩:০৮ পিএম
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৫, ০৩:০৮ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে গোপন ব্যালট পেপারের মাধ্যমে বাংলাদেশ দলিল লেখক সমিতির ফতেয়াবাদ সাব রেজিস্ট্রি অফিস শাখার দ্বিবার্ষিক নির্বাচন চলছে।
শনিবার কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৯টি পদের মধ্যে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬জন প্রার্থী।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সোহরাব হোসেন।
প্রতিদ্বন্দ্বি ১৬ জনের মধ্যে সভাপতি পদে প্রার্থী হলেন বাবু অনজন কারণ ও এস এম সালাউদ্দীন।
সহ-সভাপতি পদে প্রার্থী হলেন মোহাম্মদ সাহাবউদ্দিন ও মোহাম্মদ আবু তালেব।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আকরাম ও কায়সার আরিফ চৌধুরী।
যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল হালিম ও মোহাম্মদ সাইফুল আলম। অর্থ সম্পাদক পদে মোহাম্মদ নূরুল আবছার ও মোহাম্মদ ওসমান গনি। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মুসলিম উদ্দীন ও মোহাম্মদ ফজলুল রাব্বী সাহেদ।
কার্যকারী সদস্যের দুই পদে মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বাচ্চু ও মোহাম্মদ জাহিদুল আলম জাহেদ।
নির্বাচন বিকাল ৪টা পর্যন্ত চলবে। সমিতির মোট ভোটার ৪৪জন। বেশ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ইএইচ