Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

ঘাটাইল প্রেসক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৫, ০৫:৩৮ পিএম


ঘাটাইল প্রেসক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার দুপুরে ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ সংবাদদাতা সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন।

বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ফারুক হোসেন ধলা, সাংবাদিকতার বিভিন্ন কলা কৌশল ও সমাজ রাষ্ট্র উন্নয়নে ভূমিকা নিয়ে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক এস এম শামীম আল মামুন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তালুকদার, সংগঠক আব্দুল হালিম লেবু, সাংবাদিক নজরুল ইসলাম চান, ধনবাড়ী উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক কামরুজ্জামান জুয়েল।

এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা ঘাটাইল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কাটা হয়। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশনা করেন নজরুল বাউল।

ইএইচ

Link copied!