Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

পিরোজপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৫, ০৫:৪৪ পিএম


পিরোজপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লিটন খানের সঞ্চালনায় ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. এমদাদুল হক মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন, জেলা জাসাসের সভাপতি মো. জাহিদ হাসানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।

ইএইচ

Link copied!