Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানত বাস সার্ভিস উদ্বোধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৫, ০৬:০৭ পিএম


চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানত বাস সার্ভিস উদ্বোধন

চট্টগ্রাম কাপ্তাই সড়কে উদ্বোধন করা হয়েছে আস্থা ও সাফল্যের প্রতীক ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়াম লিমিটেডের শাহ আমানত বাস সার্ভিস।

চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পরিচালনায় ৬টি বাস চলবে এ-সড়কে ক্লোস ডোর স্পেশাল কাউন্টার সার্ভিস বহদ্দারহাট টু কাপ্তাই জেটি ঘাট পর্যন্ত।

শনিবার সকালে চট্টগ্রাম বাসটার্মিনালে ওয়াইসিএল শাহ আমানত বাস সার্ভিসের ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বাস সার্ভিসের উদ্বোধন করেন ওয়াইসিএলের কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক ও ওয়াইসিএল ট্যুর এন্ড ট্রাভেলস‍‍`র চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, ওয়াইসিএল বাস সার্ভিস‍‍`র কো-অর্ডিনেটর মোহাম্মদ হাছান সিকদার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন ওয়াইসিএলের প্রধান উপদেশ ও চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আবু নাছের, মার্কেটিং ডাইরেক্টর মুহাম্মদ আশরাফুল ইসলাম,  কর্পোরেট ট্রেইনার সাইফুল ইসলাম,  প্রজেক্ট ডাইরেক্টর শাহ জাহান প্রমুখ।

ইএইচ

Link copied!