Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

তারেক রহমানের নির্দেশে নেত্রকোণায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জানুয়ারি ২৫, ২০২৫, ০৮:১৭ পিএম


তারেক রহমানের নির্দেশে নেত্রকোণায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেত্রকোণা সদর উপজেলার মেদনি ইউনিয়নে দুঃস্থ অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় মেদনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাবেক ছাত্রনেতা নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেদনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মুখলেছুর রহমান খান এ কম্বল বিতরণের আয়োজন করে।

কম্বল বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেদনি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসেম, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন বুলেট, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় মুখলেছুর রহমান খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর  ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের তারণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় আমার এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। সমাজের প্রত্যেক স্বচ্ছল ব্যক্তির উচিত অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানো। তাই আগামী দিনে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে আমার এই প্রয়াস।

ইএইচ

Link copied!