মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৫, ০৯:০২ পিএম
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৫, ০৯:০২ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে উয়ার্শী পাইকপাড়া এম ইয়াসিন অ্যান্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় দিনভর মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।
শনিবার দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সকালে জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরে র্যালি, প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অতিথিদের ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিন পার করেন ১৯৮০ ব্যাচের ৬০ জন প্রাক্তন শিক্ষার্থী।
স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি মো. সাইফুল ইসলাম, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো. নজিবুর রহমান খান, প্রাক্তন শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রমুখ।
ইএইচ