Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৫, ১১:৫৪ পিএম


রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

বসন্তপুর লেভেল ক্রসিংয়ের গেট কিপার রেজাউল হাওলাদার জানান, সন্ধ্যায় ওই বৃদ্ধা রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনে কাটা পড়ার পর ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

ইএইচ

Link copied!