Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

পাটগ্রামে ট্রাক চালককে মারধর: প্রতিবাদে বিক্ষোভ

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট

জানুয়ারি ২৬, ২০২৫, ১২:০৫ এএম


পাটগ্রামে ট্রাক চালককে মারধর: প্রতিবাদে বিক্ষোভ

ট্রাক চালককে মারধরের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের কাঠালতলা এলাকায় মহাসড়ক অবরোধ করেছে ট্রাক চালক ও সহকারীরা।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আড়াই ঘণ্টা লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে তারা।

এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার দু‍‍`পাশে দূরপাল্লার বাস, ট্রাকসহ প্রায় তিনশত যানবাহন আটকা পড়ে।

পরে হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, হাফিজুর রহমানের মধ্যস্থতায় চালকেরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের কাঠালতলা নামক স্থানে সন্ধ্যার দিকে এক বাইসাইকেল চালক ও ট্রাক চালকের মধ্যে রাস্তায় সাইড দেয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ট্রাক চালককে মারধর করে পালিয়ে যান বাইসাইকেল চালক। পরে ট্রাকচালকরা গাড়ি রাস্তায় রেখে বিক্ষোভ শুরু করেন।

এ বিষয়ে ভুক্তভোগী ট্রাক চালক ইউনুস আলী (৩৫) বলেন, ‘বাউরা কাঠালতলা রেলক্রসিং এলাকায় কয়েকজন যুবক বাইসাইকেল দিয়ে আমার ট্রাক আটকায়। তারা আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করে এবং আমার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করি।’

এ প্রসঙ্গে হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ‘সাইকেল নিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, তার সঙ্গে ট্রাক ড্রাইভারের কিছু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারে। এ ঘটনায় ট্রাক চালকেরা সড়ক অবরোধ করে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং যান চলাচল স্বাভাবিক করেছি।’

ইএইচ

Link copied!