Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

তিস্তা নদীর মেগাপ্রকল্প বাস্তবায়নে ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৫, ১২:১৪ এএম


তিস্তা নদীর মেগাপ্রকল্প বাস্তবায়নে ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

শনিবার বিকালে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে জেলা বিএনপির আহ্বায়ক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের জেলা সমন্বয়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম হাসিব, সচিব সোহেল হোসাইন কায়কোবাদ।

আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় ছাত্রদল নেতা মারজান, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. হাওয়া বেগম, কুড়িগ্রাম জেলা জাসাস আহ্বায়ক হাবিবুর রহমান, জেলা যুবদল সভাপতি রায়হানুল কবীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে।

প্রস্তুতিমূলক জনসভায় বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে।

ইএইচ

Link copied!