পনির ভূইয়া সোনারগাঁও
জানুয়ারি ২৬, ২০২৫, ০২:২৪ পিএম
পনির ভূইয়া সোনারগাঁও
জানুয়ারি ২৬, ২০২৫, ০২:২৪ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও তার ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কাঁচপুর সোনারপুর ইদগাহ মাঠে কাচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, বিএনপি নেতা ফজল মিয়া, কাচপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোমেন খান, বিএনপি নেতা পির মোহাম্মদ পিরু, সোনারগাঁও উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল ও মহিলা দলের নেত্রী সুমি আক্তারসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতি হাজী সেলিম হক রুমি বলেন, সারা বাংলাদেশে কী হবে জানি না আমার সোনারগাঁওয়ের কাঁচপুরে কাউকে চাঁদাবাজি ও কোন ধরনের অরজগতা করতে দেয়া হবে না। সেলক্ষ্যে সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টিতে পথ চলার আহ্বান জানান তিনি।
পরে দোয়া ও মিলাদ শেষে তোবারক বিতরণ করা হয়।
ইএইচ