বরিশাল ব্যুরো
জানুয়ারি ২৬, ২০২৫, ০২:৩২ পিএম
বরিশাল ব্যুরো
জানুয়ারি ২৬, ২০২৫, ০২:৩২ পিএম
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বরিশালে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ (বালক ও বালিকা) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে বরিশাল শহীদ স্টেডিয়ামে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে বরিশাল জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওসার।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতা ও শিক্ষার্থীরা।
জেলার ১০টি উপজেলা এবং একটি বরিশাল সিটি কর্পোরেশনসহ ১১টি দল অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বালক ও বালিকা পর্যায়ে অংশগ্রহণ করে মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ দল।
আগামী ৩১ জানুয়ারি ফাইনাল খেলার মধ্যদিয়ে এ টুর্নামেন্ট শেষ হবে।
ইএইচ