রাজবাড়ী প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৫, ০২:৩৮ পিএম
রাজবাড়ী প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৫, ০২:৩৮ পিএম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্ণীতি ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
রোববার সকালে ঘণ্টাব্যাপী বালিয়াকান্দি উপজেলার অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন, আব্দুর রব মোল্যা চাঁদু, সাবেক ইউপি সদস্য ফিরোজ লস্কর, পার্থ বিশ্বাসসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বিভিন্ন শিক্ষার্থীদের ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া, শিক্ষার্থীর ড্রেস খুলে গায়ে কাদা জড়িয়ে ছবি তোলা, রাতে বাড়িতে যাওয়া, রাতে স্ত্রীসহ বিদ্যালয়ে অবস্থান করা, শিক্ষার্থীদের টিফিনের টাকা আত্বসাতসহ নানা অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের কারণে তাকে দ্রুত অপসারণ দাবি করছি। অপসারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে পছন্দ না হলে আগে বললে এখান থেকে চলে যেতাম।
ইএইচ