ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৫, ০২:৫২ পিএম
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৫, ০২:৫২ পিএম
‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর ধামইরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাংলাদেশ টিএলএমইবি ও ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালি শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মোসা. বিউটি বেগম, সিনিয়র স্টাফ নার্স জান্নাতুন ফেরদৌসী, মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম, পরিসংখ্যানবিদ মো. নাজমুল হক, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারি মো. আবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
ইএইচ