Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

নির্বাচন ছাড়া দেশ স্বাভাবিক হতে পারে না: সাবেক এমপি কালাম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:০০ পিএম


নির্বাচন ছাড়া দেশ স্বাভাবিক হতে পারে না: সাবেক এমপি কালাম

নির্বাচন ছাড়া দেশ কিন্তু স্বাভাবিক হতে পারে না, নির্বাচনের নামে ভোট চুরি করে ডাকাতি করে, ভোট ছাড়া নির্বাচন করে এমপি হয়ে মন্ত্রী হয়ে, যাই ইচ্ছা তাই করে দেশটা রসাতলে গিয়েছিল। যুব সমাজকে ধ্বংস করার জন্য সকল ধরনের নেশা জাতীয় জিনিসপত্র সয়লাভ হয়েছিল গ্রাম পর্যায়ে। সেই নেশা জাতীয় জিনিসপত্রকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

শনিবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবজাগরণ যুব সংঘের উদ্যোগে বহুরিয়া প্রিমিয়ার লীগ বার্ষিক ফাইনাল ক্রিকেট ম্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা যারা ভোটার, ভোট কেন্দ্র গিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন। নির্বাচন ছাড়া কোন সরকার গঠন হতে পারে না, নির্বাচন ছাড়া কোন প্রতিনিধি হতে পারে না, জনগণের ভোট ছাড়া কোন প্রতিনিধি হতে পারে না, আমরা রাজনীতি করি মানুষের জন্য, ছাত্র জীবন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাজনীতিকে বেছে নিয়েছি। মানুষের সেবা করার জন্য, যুব সমাজকে যদি আমরা প্রকৃত মানুষ হতে গড়ে তুলতে পারি, নেশার জায়গা থেকে যুব সমাজকে ফেরাতে পারি তাহলে আমাদের রাজনীতি কিছু হলেও স্বার্থক হবে বলে মনে করি।

খেলায় মির্জাপুর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য আব্দুস ছাত্তার সিকদারের সভাপতিত্বে ও যৌথভাবে খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ।

এ সময় উপজেলা বিএনপির সদস্য আব্দুস ছামাদ মিয়া, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী, ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন সম্্রাট, আজগানা ইউনিয়ন বিএনপির সাধারণ ম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল বহুরিয়া হালিম একাদশকে ৩০ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন। খেলায় রানার্সআপ দল আওলাদ একাদশকে ২০ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেয়া হয়।

ইএইচ

Link copied!