Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

বিসিসির চাকরিতে পুনর্বহাল করার দাবিতে সড়ক অবরোধ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:৩৮ পিএম


বিসিসির চাকরিতে পুনর্বহাল করার দাবিতে সড়ক অবরোধ

ষাটোর্ধ বরিশাল সিটি কর্পোরেশনের ১৬০ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করার দাবিসহ তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়ন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বরিশাল সিটি কর্পোরেশনের মূল ফটকে তালা দিয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে।

সড়ক অবরোধের ফলে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক চকবাজার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, শ্রম আইন অনুযায়ী চাকরি স্থায়ীকরণ, পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান করা তাদের অনেকদিনের দাবি।

সম্প্রতি ১৬০ জন শ্রমিককে চাকরি থেকে ছাটাই করা হয়। তাদের পুনর্বহাল করাসহ বেতন বৈষম্য নিরসন এবং সকল ভাতা পরিশোধ করার দাবি তাদের।

কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, অস্থায়ী দৈনিক মজুর ভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে এ ধরনের দাবি নীতিমালা সম্মলিত নয়।

ইএইচ

Link copied!