কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৫, ০৫:০১ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৫, ০৫:০১ পিএম
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার এইচ. ই ইয়াও ওয়েন জানিয়েছেন, পরিত্যক্ত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে, যার সুফল হিসেবে আগামী বছরই বাংলাদেশ আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে।
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ওয়ামী স্কুল প্রাঙ্গণে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য চীন-মৈত্রী হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি চীনে তিনটি হাসপাতালকে তাদের চিকিৎসার জন্য নির্ধারিত করা হয়েছে। ঢাকায় আরও একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষ উন্নতমানের চিকিৎসা সেবা পাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘চীন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিজেদের দেশে আমন্ত্রণ জানায়। একইভাবে সাংবাদিকদেরও নিয়ে যাওয়া উচিত, যাতে তারা সামাজিক উন্নয়নমূলক কাজে দক্ষতার পাশাপাশি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে সহস্রাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল, চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেট বিতরণ করা হয়।
ইএইচ