Amar Sangbad
ঢাকা বুধবার, ০৫ মার্চ, ২০২৫,

মোটরসাইকেল কিনে না দেয়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে তরুণের আত্মহত্যা

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৫, ০৫:১৭ পিএম


মোটরসাইকেল কিনে না দেয়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে তরুণের আত্মহত্যা

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণ।

নিহত যুবক পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের মো. মিলনের পুত্র মো. সাফিন (১৭)।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার কালিকাপুর রেল ব্রিজের পাশে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী শাটল ট্রেনের নিচে ঝাপ দিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী শাটল ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!