ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৫, ০৫:২৭ পিএম
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৫, ০৫:২৭ পিএম
‘শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৩টায় ইটনা বাজার নদীরপাড় সংলগ্ন মাঠে আয়োজিত সম্মেলেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট খালেদ হাসান জুম্মন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইটনা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ আবুল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
উপস্থিত অন্যান্য বক্তাদের বক্তব্য প্রদান পর ২০২৫-২৬ সালে মাওলানা আব্দুস সালামকে সভাপতি ও মো. আবুল কাসেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে শামীম ঠাকুর, সজিব মিয়া, রিফাত মিয়া, ফেরদৌস মিয়া, শামীম আহমেদসহ ১১ সদস্য বিশিষ্ট ইটনা উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উপস্থাপনা করেন ইটনা উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা শফিউল আলম।
ইএইচ