Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

যশোরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প প্রতিষ্ঠান মোমিননগর সমবায় শিল্প আজ ধ্বংসের পথে

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

জানুয়ারি ২৬, ২০২৫, ০৮:০৫ পিএম


যশোরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প প্রতিষ্ঠান মোমিননগর সমবায় শিল্প আজ ধ্বংসের পথে

যশোরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প প্রতিষ্ঠান মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিঃ আজ ধ্বংসের পথে  । বিগত ১৫ বছর আওয়ামী শাসনামলে আওয়ামী পন্থী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কমিটির কারণে যশোরের এই তাঁত শিল্প প্রতিষ্ঠান মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিঃ লাভজনক প্রতিষ্ঠানটি  ধ্বংসের মুখে পতিত হয়েছে । 

স্থানীয় তাঁতিদের ভাগ্য উন্নয়ন তাঁত বস্ত্রের মান উন্নয়নের লক্ষ্যে ১৯৪২ সালে খুলনা বিভাগের সকল স্থানের সকল তাঁতিদের সমন্বয়ে মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিঃ নামে সমবায় সমিতি প্রতিষ্ঠা করা হয়ে ছিল । একই সাথে যশোর শহরে সাবেক জিন্না রোড, বর্তমানে মুজিব সড়কে প্রধান কার্যালয় ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে ১৯৭১ পূর্ববর্তী এ প্রতিষ্ঠান সুনাম ও খ্যাতি লাভ করে দেশব্যাপি  সুনাম অর্জন করে আসছিল । স্বাধীনতা পরবর্তী  সময়কাল থেকে সমিতির কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি কারণে নাম সর্বস্ব এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 

বিগত ১৫ বছর ধরে আওয়ামী পন্থীদের দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হওয়ায় লাগামহীন দুর্নীতি অর্থ আত্মসাৎ জালিয়াতির ঘটনা অনেক  ঘটেছে। তিন বছর মেয়াদী পরিচালনা পর্ষদ নির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণের পর মেয়াদ শেষ হওয়ার আগেই দুর্নীতি অনিয়ম, অর্থ আত্মসাৎ এর দায়ে লজ্জাজনকভাবে অনেকের বিদায় নিতে হয়েছে। মেয়াদ শেষান্তে চেয়ার ছোড়াছড়ি হাতাহাতি, মামলা পাল্টা মামলা ঘটনা অনেক  ঘটেছে।এ ধরনের  খবর স্থানীয় পত্রিকায় অনেক বার প্রকাশ হতে দেখা গেছে । অপরদিকে জেলা সমবায় কর্মকর্তাদের তদারকিতে দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটি মাথা তুলে দাঁড়াতে পারছে না। 

অপরদিকে স্থানীয় তাঁতিদের তৈরি তাঁত বস্তু ক্রয় বন্ধ রেখে পাবনার শাড়ি, লুঙ্গিও  ঢাকার অখ্যাত টেক্সটাইল মিলের তৈরি শাড়িতে মোমিননগর লোগো ট্যাগ লাগিয়ে কমিশন বাণিজ্য সমিতির কর্মকর্তা কর্মচারীরা এ কাজ করে আসছে । সমিতির আওতাভুক্ত প্রতিটি সদস্য, মোমিননগর সমবায় সমিতির অংশীদার হওয়া সত্ত্বেও প্রতি বছরের লভাংশের অর্থ না পাওয়ার অভিযোগ মৌখিকভাবে আমাদের এই প্রতিনিধিকে জানিয়েছেন তাঁতীরা। বর্তমানে এ সমিতি ভারপ্রাপ্তদের দিয়ে পরিচালিত হচ্ছে। জেলা সমবায় কর্মকর্তাদের তদারকি থাকা সত্ত্বেও প্রতি মেয়াদ নির্বাচিত কর্মকর্তা কর্মচারীরা কিভাবে দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে স্থানীয় তাঁতিদের এ ব্যাপারে মনে প্রশ্ন তাদের দেখা দিয়েছে।

আরএস

Link copied!