ভোলা প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৪:০৯ পিএম
ভোলা প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৪:০৯ পিএম
ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে ইটভাটায় পরিবহন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি এস্কেভেটর জব্দ (ভেকু মেশিন) ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সাচরা ইউনিয়নে তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও চর কাটা বন্ধে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সাচড়া ইউনিয়নে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় পরিবহন করার দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি এস্কেভেটর জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
এ বিষয়ে এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মেহদী হাসান গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে ইটভাটায় পরিবহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি এস্কেভেটর জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইটভাটা কে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন কোস্টগার্ড ও নৌপুলিশ মির্জাকালু ফাঁড়ি।
ইএইচ