তাহিরপুর প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৪:২৭ পিএম
তাহিরপুর প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৪:২৭ পিএম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্রান্ডের ২১৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
সোমবার সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন মাছিমপুর বিওপির বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২০৯/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২১৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডে ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জব্দকৃত মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচ