গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৪:৫৪ পিএম
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৪:৫৪ পিএম
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ এনাসুল হক চৌধুরী, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সোহাগ, সাধারণ সম্পাদক আরমান হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. রফিকুল ইসলাম, ইসলামি আন্দোলনের সভাপতি মাগফার হোসেন, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, উপজেলা আনছার অফিসার আল আমিন, গুইমারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমাসহ বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা হয়। কোথাও অনিয়ম দেখলে প্রশাসনকে অবগতির জন্য আহ্বান জানানো হয়।
ইএইচ