কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৫:১২ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৫:১২ পিএম
চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যা চাইয়ের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ ও প্রধান নির্বাচন বরাবর স্মারকলিপি প্রদান করেছে পর্দানশীন নারীরা।
সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন পর্দানশীন নারী সমাজ নামক সংগঠন।
এর আগে দাবি আদায়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এতে জেলার প্রায় ৪ শতাধিক পর্দানশীন নারী অংশগ্রহণ করে। মানববন্ধনে ১৬ বছর যাবত পর্দানশীন নারীদের নাগরিকত্ব বঞ্চিত রাখার প্রতিবাদ জানান তারা।
পরে একটি র্যালি নিয়ে জেলা শিক্ষা অফিসার ও জেলা নির্বাচন অফিসে গিয়ে প্রধান নির্বাচন কমিশন বরাবর তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
ইএইচ