Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

কর্ণফুলী ভাঙ্গন ও সেতু রক্ষার দাবিতে মানববন্ধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৫, ০৫:৫৫ পিএম


কর্ণফুলী ভাঙ্গন ও সেতু রক্ষার দাবিতে মানববন্ধন

কর্ণফুলী সেতু রক্ষায় অপরিকল্পিত বালু তোলা বন্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়ার সর্বস্তরের ব্যানারে উপজেলার গোডাউন এলাকায় নদীর পাশে মানবন্ধন ও সমাবেশে শত শত নারী-পুরুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন  চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। স্থানীয় বাসিন্দাদের মধ্যে  মুহিবুল্লাহ মারুফী, মো. রাসেল, মো. নজরুল, মো. জামাল, মো. জমির, খায়রুল ইসলাম,  ইসকান্দর মির্জা, কপিল উদ্দিন, কাজী সোহান প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত রবিবার এস এ মুরাদ চৌধুরী তার বাস ভবনে সর্বস্তরের জনগণকে নিয়ে কর্ণফুলী ও নিজ গ্রাম সরফভাটা তথা রাঙ্গুনিয়াকে বালুখেকুদের থেকে রক্ষা করতে মানববন্ধন ডাক দেন।

সমাবেশে বক্তারা বলেন, "উপজেলায় দীর্ঘদিন যাবত অনুনোমোদিত অবৈধ বালু মহাল প্রতিষ্ঠা করে পরিবেশ দূষণ করে আসছিল বালু ব্যবসায়ীরা। কর্ণফুলী সেতুর পাশ থেকে বালু তোলার কারনে সেতু ঝুঁকিতে রয়েছে। নদী পাড় হুমকির মুখে পড়েছে। বালু তোলার কারনে নদীতে তলিয়ে যাবে শত শত বসতঘর। ধ্বসে যাচ্ছে ব্লক। তারা পরিবেশ দূষণকারী অবৈধ বালু মহাল বন্ধের দাবিতে অবিলম্বে সরফভাটাসহ রাঙ্গুনিয়ার বিভিন্নস্থানে অবৈধ বালু তোলা বন্ধ না হলে ঢাকামুখী লং মার্চ করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে। "

আরএস
 

Link copied!