ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৬:০১ পিএম
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৬:০১ পিএম
ঘাটাইলের পূর্বাঞ্চলে কামালপুর নামক স্থানে রিজার্ভ ফরেস্টের ভিতর অবৈধ ভাবে গড়ে উঠা পাশাপাশি দুইটি সীসা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের টাস্ক ফোর্স সোমবার যৌথভাবে দুপুর আড়াইটায় এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ অভিযানের নেতৃত্বদেন। এ সময় উপস্থিত ছিলেন অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোছাঃ শারমিন ইসলাম। সাগরদিঘী বিট অফিসার মনিরুল ইসলাম আনছারী,ধলাপাড়া ধলাপাড় সদর বিট অফিসার আধ কদ্দুছসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায় স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে এই সীসা কারখানা পরিচালনা করে আসছেন। স্থানীয়রা বলছেন এর আগেও এই দুইটি কারখানা গুড়িয়ে দেয় প্রশাসন।
জানতে চাইলে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন,বনের মধ্যে সীসা কারখানা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি। আমরা এর আগেও অভিযান পরিচালনা করে এ দুটি কারখানা গুড়িয়ে দিয়েছিলাম। বর্তমানে আমাদের টাস্ক ফোর্সের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। আমরা এখানে এসে সীসা কারখানার আলামত পেয়েছি এবং তা ধ্বংস করে দিয়েছি।
টাস্ক ফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলাম বলেন, দুটি সীসা কারখানা নতুন কওে পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে এই তথ্যটা পাওয়ার সাথে সাথে আমরা উপজেলা প্রশাসন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান করি। অভিযানে পরিবেশের উপপরিচালক রয়েছেন। রয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম। কারখানাটি পরিবেশ সম্মত নয় বিধায় এ দুটিকে গুড়িয়ে দেয়া হলো। পরিবেশ সুরক্ষায় আমরা সকল অভিযান অব্যাহত রাখব।
আরএস