Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

মনোহরগঞ্জে গভীররাতে খাল থেকে নারীর লাশ উদ্ধার

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৫, ০৬:০৮ পিএম


মনোহরগঞ্জে গভীররাতে খাল থেকে নারীর লাশ উদ্ধার

কুমিল্লার মনোহরগঞ্জের বান্দুয়াইন খাল থেকে গভীররাতে এক নারীর লাশ উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। 

জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে উপজেলার খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামের নুরুল হক মাস্টারের বাড়ির উত্তর পাশে খাল থেকে বান্দুয়াইন গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী তিন সন্তানের জননী  কমলা বেগম(৫৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় লোকজন জানান, রাত ৮টার দিকে কমলা বেগম তার ভাই হাসান জামানের দোকান থেকে দেখা করে বাড়ির দিকে যাচ্ছিলেন পরে তার লাশের সংবাদ পাই। 

তারা আরো বলেন কমলা বেগমের দুই মেয়ে তাদের স্বামীর বাড়িতে আর একমাত্র ছেলে কামরুল চট্টগ্রামে থাকেন।তিনি বাড়িতে একাই থাকতেন। গ্রামের কারো সাথে তার কোনো বিরোধ ছিলোনা।

এনিয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯ থেকে লাশের সংবাদ পেয়ে লাকসাম সার্কেল অফিসার সুমেন মজুমদার এসআই ইমাম হোসেনসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  কমলা বেগমের পরিবারের লোকজনের কোনো সন্দেহ অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরএস
 

Link copied!