Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোণায় যুবদল নেতা রনির জন্মদিন পালিত

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জানুয়ারি ২৭, ২০২৫, ০৬:৪৫ পিএম


নেত্রকোণায় যুবদল নেতা রনির জন্মদিন পালিত

নেত্রকোণায় জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির ৪৮ তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় সাতপাই লেভেল ক্রসিং বাজার সংলগ্ন পুকুর পাড় জামে মসজিদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সদস্য সচিব মোঃ ইয়াসিন খানের উদ্যোগে এই জন্মদিন পালিত হয়।

নেত্রকোণা পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকরাম উল্লাহর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন খান রনি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক কাইয়ুম খান উথান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিনু, 
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, সবেক ছাত্রনেতা মামুন খান, আরমানুল ইসলাম রানা, সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম খোকন, নেত্রকোণা সরকারি কলেজে শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল কালামসহ বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে তার দির্ঘায়ু ও সাফল্য কামনা করে কোরআন খানি, দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটা অনুষ্ঠিত হয়। 

আরএস

Link copied!