Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

তানোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৫, ০৭:২৬ পিএম


তানোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে ২জন নিহত ও ২জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এমন মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের দেবীপুর মোড়ে।

নিহতরা হলেন, রাজশাহী শিরোিল কলোনী এলাকার রফিকুল আলমের ছেলে ইউএস বাংলা এয়ারলাইন্স অফিসার জাহিদ আলম (৪৫)। এবং অপরজন তার সঙ্গে থাকা একই পাড়ার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোটরসাইকেল চালক পলাশ (২৬)।  এছাড়া আহতরা হলেন, তানোর পৌর এলাকার গোল্লাপাড়া আনন্দ সিনেমা হল মোড়ের ভূপেন (২৬) ও রিয়াজ(৩০)।

বর্তমানে আহতদের রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সাথে নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তানোর থানা  পুলিশ। 

ঘটনা সূত্রে জানা গেছে, তানোর টু মুন্ডুমালা রাস্তার মাঝে দেবীপুর মোড়ের পাঁচপির পাকা রাস্তায় একটি খড় বোঝাই গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দু‍‍`টি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই জাহিদ আলম মারা যান। এবং ফারারসার্ভিসের গাড়িতে করে আহত তিনজন কে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। 

এসময় নিহত জাহিদের সাথে থাকা পলাশও মারা যান। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুটো মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবং আহতদের রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মর্গে পাঠানো হয়েছে।

আরএস

 

Link copied!