মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৭:২৮ পিএম
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
জানুয়ারি ২৭, ২০২৫, ০৭:২৮ পিএম
রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে যাওয়ার পথে জিপ গাড়ী উল্টে ৮ পর্যটক আহত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাচালং বাজার থেকে দুই কিলিমিটার আগে একুজ্জাছড়ি উত্তর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।
তিনি আরো জানান, পর্যটকবাহী একটি জিপ (চান্দের গাড়ি) বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গুরুতর আহত দুজনের মধ্যে একজনের হাত ভেঙে গেছে। তাদের দুজনকে জিপ সমিতির লোকজন খাগড়াছড়িতে নিয়ে গেছে। বাকি আহতরা সাজেকে গেছেন।
আরএস