Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

রাজারহাটে টিসিবির দুর্গন্ধযুক্ত চাল বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৫, ০৭:৩২ পিএম


রাজারহাটে টিসিবির দুর্গন্ধযুক্ত চাল বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে টিসিবির পণ্যে পঁচা দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে।সোমবার (২৭জানুয়ারি)উপজেলার রাজারহাট ইউনিয়নে তালিকাভুক্ত সুবিধাভোগীদের ভর্তুকি মুল্যে তেল বিহীন দুইশত সত্তর দুই কেজি মসুর ডাল,পাঁচ কেজি চাল বিতরণ করা হয়েছে।

সরেজমিনে ইউনিয়ন পরিষদে টিসিবি বিতরণ কেন্দ্রে দেখাগেছে,টিসিবির নিয়মিত পণ্য বিতরণের অংশ হিসেবে চারজন ডিলার এসএ বাবলু, হরিশচন্দ্র,সাদিকুল ইসলাম ও শফিকুল ইসলামের সমন্বয়ে টিসিবি পণ্য বিতরণ করছেন। নিম্নমানের চাল বিতরণের বিষয়টি ছড়িয়ে পড়লে ভীড় জমায় সুবিধাভোগী ও পথচারীরা। তারা নিম্নমানের চাল বিতরনের প্রতিবাদ জানাতে থাকেন। 

টিসিবির সুবিধাভোগী জাহাঙ্গীর আলম বলেন, এই চাল খাওয়ার অনুপযোগী। হাঁস মুরগিকে খাওয়াবো। কৈলাসকুটির সেকেন্দার আলী বলেন, দুর্গন্ধযুক্ত চাল খাওয়ার উপযোগী নয়।

টিসিবি ডিলার এসএ বাবলুকে জিজ্ঞেস করলে তিনি বলেন,অনেক চালের মধ্যে দুই একটি বস্তা চাল খারাপ ছিল,যা হয়তো খাদ্য গোডাউনে আগে কেনা হয়েছিল। মূল ডিলার হলো মোঃ সাইদুল হক সাবেক উপজেলা বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক তার মাধ্যমে আমরা চাল নিয়ে এসেছি। কোন বস্তার চাল খারাপ হলে অভিযোগ করলে পরবর্তীতে তা পরিবর্তন করে দেয়।

ট্যাগ অফিসার রাজাহাট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার বলেন, সকাল বেলা আমরা একটি বস্তায় খারাপ চাল পেয়েছি এটা আমরা বিতরণ করিনি।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

আরএস

 

Link copied!