Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

সালথায় যুবককে ছুরিকাঘাতে হত্যায় তিন ভাই কারাগারে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৫, ০৭:৪৯ পিএম


সালথায় যুবককে ছুরিকাঘাতে হত্যায় তিন ভাই কারাগারে

ফরিদপুরের সালথার আলোচিত কাসেম বেপারী (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলায় তিন ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩নং আমলী আদালতের বিচারক মো. সরোয়ার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জজ কোর্টের আইনজীবী মো. ইব্রাহিম হোসেন তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 

কারাগারে পাঠানো তিন ভাই হলেন- মো. বাহাদুর মোল্যা (৩০), তৈয়ব মোল্যা (২৫) ও মো. সোহেল মোল্যা (২৩)। তারা সবাই জয়ঝাপ গ্রামের বাসিন্দা ও সে গ্রামের মোসা মোল্যার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, তারা তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩নং আমলী আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জের ধরে বখাটেদের চাকুর আঘাতে খুন হন কাসেম বেপারী (৩০) নামে এক যুবক।

অতঃপর এ হত্যাকে পুঁজি করে স্থানীয় এক বিএনপি নেতার ছত্রছায়ায় উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে ও ঘরবাড়ি লুটপাট এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ উঠে। এছাড়া দোকান-পাট, ঘরবাড়ি লুটেরও বিস্তর অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। অতঃপর এ ঘটনায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে ফরিদা বেগম নামে এক নারী।

আরএস

Link copied!