Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

ব্রহ্মপুত্র নদ থেকে অটোচালকের লাশ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

জানুয়ারি ২৮, ২০২৫, ০১:৩৮ পিএম


ব্রহ্মপুত্র নদ থেকে অটোচালকের লাশ উদ্ধার

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার দড়িকান্দী এলাকার লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ব্রহ্মপুত্রে নদ থেকে আজ সকালে অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নৌ-পুলিশের ইনচার্জ  মাহবুবুর রহমান জানায়, ব্রহ্মপুত্র নদে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  ভাসমান অবস্থায় নয়ন নামের  এক অটোচালকের  মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্ত করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ  জানান,গতকাল সন্ধ্যায় অটো চালক নয়ন মিয়া ভাড়ায় এক মহিলা যাএীেকে নিয়ে বেলপাড়া এলাকা থেকে  লাঙ্গলবন্দ এলাকায় আসেন পরে সে আর বাসায় ফিরেনি।সে সাদীপুর ইউনিয়ন বেলপাড়া এলাকার মোক্তারের বাড়ির ভাড়াটিয়া। তার নিজ বাড়ি কুমিল্লায়।আজ তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে যাত্রী সেজে অটো ছিনতাই করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে লাঙ্গলবন্দ এলাকায় নিয়ে নয়ন নামের এ চালককে হত্যা করে লাশ নদীতে ফেলে রেখেছে। এবিষয়ে তার নিকটতম আত্মীয় স্বজনদের সাথে কথা বলে নাম ঠিকানা শনাক্ত করে  পরবর্তী  ব্যবস্থা নেয়া হবে ,তবে খুব শীঘ্রই তদন্তের মাধ্যমে  এর রহস্য উদ্‌ঘাটন করা হবে।

বিআরইউ
 

Link copied!