মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
জানুয়ারি ২৮, ২০২৫, ০৭:১৫ পিএম
মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
জানুয়ারি ২৮, ২০২৫, ০৭:১৫ পিএম
রেলপথ মন্ত্রণালয় রানিং স্টাফদের ঘোষিত কর্মবিরতির খবর জানতেননা আফজাল হোসেন।পরিবার নিয়ে এসে দেখেন,ট্রেন যাচ্ছেনা।অনেক সময় অপেক্ষা করে চলে যেতে হলো।এতে চরম ভোগান্তি পোহাতে হলো তাকে।তার মতো আরো যাত্রী দুর্ভোগের কথা জানান। তবে এসব যাত্রী স্বস্তি পেলেন বিআরটিসি বাসে গন্তব্য স্থানে পৌঁছালেন।যারা টিকেট কেটেছিলেন তারাই গেলেন বিআরটিসি বাসে করে।
আজ মঙ্গলবার বেলা দেড়টা পর্যন্ত চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে ছয়টি বিআরটিসি বাস যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে রওনা দিয়েছেন।বিআরটিসির তথ্য অনুযায়ী, চট্টগ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য দুটি, ঢাকার জন্য একটি এবং সিলেটের জন্য তিনটি বাসের ব্যবস্থা করা হয়েছে। মূলত ট্রেনের সময়সূচি মেনে এসব বাসের গন্তব্য ঠিক করা হয়েছে। বাসগুলোর মাধ্যমে যাত্রীরা নির্ধারিত গন্তব্যে নামার সুযোগ পাবেন।
জানাগেছে,মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং পুরাতন স্টেশনে থাকা যাত্রীরা এই দুর্ভোগের কথা জানিয়েছেন। পাশাপাশি রেলের সেন্ট্রাল সাউন্ড সিস্টেমে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশের ঘোষণা এবং টিকিটের টাকা ফেরত নেওয়ার আহ্বানও জানাচ্ছেন স্টেশনের দায়িত্বশীলরা।
ট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয় মঙ্গলবার সকাল থেকে। সকালে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস ও কর্ণফুলী কমিউটার, দুপুরে মহানগর গোধূলি ও মহানগর এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। এ ছাড়া সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ও কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেনও চলাচল করেনি। কর্মবিরতির কারণে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে সারা দেশে পণ্যবাহী ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনে কিছু বগি ও ইঞ্জিন থমকে দাঁড়িয়ে আছে।
চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেনের যাত্রীদের দেখা গেছে ট্রেনের জন্য অপেক্ষা করতে। চট্টগ্রাম থেকে চাঁদপুর যেতে সকাল ৬টায় পুরাতন স্টেশনে এসেছিলেন ইলিয়াস নামের এক যাত্রী। তিনি বলেন, স্টেশনে এসে জানলাম ট্রেন চলাচল বন্ধ। আগে থেকে এই কর্মবিরতির খবর জানা ছিল না। তাই স্টেশনে অপেক্ষা করছি। এর মধ্যে টয়লেট ও মুখ ধোয়া নিয়ে চরম কষ্টে আছি।
রকিবুল ইসলাম নামে আরেক যাত্রী এ সময় বলেন, চাঁদপুর যাওয়ার জন্য ভোরে স্টেশনে এসেছি। কিন্তু শীতের সকালে কষ্ট করে স্টেশনে এসে জানতে পারলাম কোনো ট্রেন চলাচল করছে না। ফলে স্টেশনেই সময় কাটাচ্ছি। শীত ও প্রাকৃতিক ডাকে চরম দুর্ভোগে আছি।
প্রসঙ্গত, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সমস্যার সমাধানে সোমবার ঢাকার কমলাপুরে আন্দোলনকারী রানিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ের কর্মকর্তারা। তবে বৈঠকে কোনো সমাধান আসেনি। বৈঠক থেকে বের হয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. সাইদুর রহমান।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান এ প্রসঙ্গে বলেন, রেলওয়ের রানিং স্টাফরা ১৬০ বছর ধরে অবসরের পর মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক পেয়ে আসছে। রাজনৈতিক ও প্রাকৃতিক যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে ট্রেন সচল রাখে রানিং স্টাফরা। তাঁদের কোনো সাপ্তাহিক ছুটি বা জাতীয় দিবসের বন্ধ নেই।
কিন্তু গত আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের দুর্নীতি ও অর্থ অপচয় ঢাকতে অর্থ মন্ত্রণালয় ২০২১ সালের ৩ নভেম্বর রেলওয়ের রানিং স্টাফদের বেতন, পেনশন ও আনুতোষিক কমিয়ে দেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় রানিং স্টাফদের প্রাপ্যতার পক্ষে থাকলেও অর্থ মন্ত্রণালয় জটিলতা সৃষ্টি করছে।
আরএস