Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

বুড়িচংয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মালেকুল আফতাবের যোগদান

বুড়িচং প্রতিনিধি

বুড়িচং প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৫, ০২:৩২ পিএম


বুড়িচংয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মালেকুল আফতাবের যোগদান

কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. মো. মালেকুল আফতাব।

বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

ডা. মো. মালেকুল আফতাব চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে উপজেলা মেডিকেল অফিসার হিসেবে কুমিল্লা জেলার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

বিভিন্ন উপজেলায় মেডিকেল অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি।

তিনি ২০২৩ সালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা করর্মকর্তা হিসেবে বিভিন্ন উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২৯ জানুয়ারি বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন।

তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের পানকড়া গ্রামের জন্মগ্রহণ করেন। দায়িত্ব পালনে তিনি বুড়িচং উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

ইএইচ

Link copied!