Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটায় দায়ে অর্থদণ্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৫, ০২:৪০ পিএম


রাঙ্গুনিয়ায় পাহাড় কাটায় দায়ে অর্থদণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে পাহাড় কাটায় জড়িত এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া ক্লাবের টিলা নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মোবাইলকোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের সহকারী পরিচালক নাজনীন সুলতানা নীপা।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেখার উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী ও আনসার এবং বন অধিদপ্তরের সদস্যবৃন্দ।

অভিযানে মো. ফারুক তালুকদার নামে পাহাড় কর্তনের সাথে জড়িত এক ব্যক্তিকে বন অধিদপ্তরের সহায়তায় আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করে এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, পাহাড় কাটার সংবাদ পেয়ে তাৎক্ষণিক টিম পাঠানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে পাহাড় কাটায় জড়িত এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!