Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

মির্জাপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৫, ০৩:০৫ পিএম


মির্জাপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে আদর্শ পেশাজীবী পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ।

উপজেলা আদর্শ পেশাজীবী পরিষদের সভাপতি সাংবাদিক হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামির আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম মৃধা, বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাইজুল ইসলাম তারা, কুমুদিনী হাসপাতালের প্রাক্তন সার্জন ডা. আনোয়ারুল কাদের সাইদ, মির্জাপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান, মির্জাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম শেলী প্রমুখ বক্তব্য দেন।

পরে আদর্শ পেশাজীবী পরিষদের পক্ষ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ কৃতি শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ, সম্মাননা স্মারক ক্রেস ও বই প্রদান করা হয়।

ইএইচ

Link copied!