গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
জানুয়ারি ২৯, ২০২৫, ০৩:০৮ পিএম
গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
জানুয়ারি ২৯, ২০২৫, ০৩:০৮ পিএম
নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও মো. ওয়াহাব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নেত্রকোণা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- মৌগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম রেনু, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহজাহান খান, সাংগঠনিক সম্পাদক সেলিম হাসান, বিদ্যালয়ের দাতা সদস্য অধ্যাপক হুমায়ুন কবির, ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য আব্দুল বারেক, মেদনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ইএইচ